আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এর সাফল্যের মুকুটে আরেকটি পালক যুক্ত হলো। সরকারের অনুমোদন পেয়ে নতুন চালুকৃত সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ যাত্রা শুরু করেছে। গতকাল শনিবার ওরিয়েন্টেশন শেষে এই বিভাগের প্রথম ক্লাস অনুষ্ঠিত হয়। ১ম সেমিস্টারের শিক্ষার্থীদের মালয়েশিয়া থেকে অনলাইন ক্লাস নেন আইআইইউসি’র সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ আবু ইউসুফ। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন প্রফেসর ড. মোহাম্মদ আকতার সায়িদ এবং সংশ্লিষ্ট বিভাগের এডমিন সহকারী প্রকৌশলী মো. ইফতেখারুল আলম এই ওরিয়েন্টেশন আয়োজনে যোগ দেন।
উল্লেখ্য, ইউজিসি ও বিশ্ববিদ্যালয়ের সমন্বিত সিদ্ধান্তের আলোকে নতুন এই বিভাগ প্রো-ভিসি প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদীর তত্ত্বাবধানে এবং যার একাডেমিক কার্যক্রম ভিসি প্রফেসর কে এম গোলাম মহিউদ্দীন নিজেই মনিটরিং করছেন। এছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যানগণ, নির্ধারিত শিক্ষকগণ, কো-অর্ডিনেটর, সেন্টার-পরিচালক, আইটি ডিভিশন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ ব্যাপারে সহযোগিতা প্রদান করছেন। প্রেস বিজ্ঞপ্তি।











