আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) গতকাল শনিবার আইআইইউসি মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। তিনি বলেন, জাতীয় কবি কাজী নজরুল সাহিত্যের নানা শাখায় বিচরণ করলেও তার প্রধান পরিচয় তিনি কবি। বিংশ শতাব্দীর বাঙালির মননে কাজী নজরুল ইসলামের মর্যাদা ও গুরুত্ব অপরিসীম। উপ–উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার। সভা সঞ্চালনা করেন প্রফেসর ড. মাহি উদ্দিন। কবিতা আবৃত্তি করেন ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইকবাল হোসেইন। প্রেস বিজ্ঞপ্তি।