আইআইইউসিতে চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড

| রবিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৪ at ৯:৪৮ পূর্বাহ্ণ

বাংলাদেশ বিজ্ঞান একাডেমির উদ্যোগে বিজ্ঞান অলিম্পিয়াডের বিভাগীয় বাছাইপর্ব গতকাল শনিবার সারাদিনব্যাপী আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পাসে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীতের মাধ্যমে চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সূচনা হয়।

অনুষ্ঠানের উদ্বোধন করেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) উপউপাচার্য প্রফেসর ড. মুহাম্মদ মছরুরুল মওলা।

এসময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের সমন্বয়ক এবং আইআইইউসি আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. এম দেলোয়ার হোসেন ও বিভিন্ন ফ্যাকাল্টির শিক্ষকবৃন্দ এবং মোঃ ফজলুল হক। এরপর চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করে। পরে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কেন্দ্রীয় অডিটোরিয়ামে চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াডের বাছাইকৃত শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণী অনুষ্ঠিত হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইআইইউসির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবু রেজা রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ। সনদ বিতরনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড এর সমন্বয়ক এবং আইআইইউসি আইকিউএসি এর ডিরেক্টর প্রফেসর ড. এম দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটরের পরিচালক ও প্রফেসর ড. এম. মশিউল হক। সনদ বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইআইইউসি বোর্ড অব ট্রাস্টিজ এর ভাইসচেয়ারম্যান প্রফেসর ড. কাজী দ্বীন মোহাম্মদ, বাংলাদেশ সোসাইটি ফর ম্যাথাম্যাটিকাল বায়োলজির সভাপতি প্রফেসর ড. মোঃ হায়দার আলী বিশ্বাস, আইআইইউসির রেজিস্ট্রার এএফএম আক্তারুজ্জামান কায়সার, সাইন্স ফ্যাকাল্টির ডীন ও চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ আয়োজক কমিটির কোচেয়ারম্যান ড. মোঃ সামিমুল হক চৌধুরী, টিএমডির চেয়ারম্যান প্রফেসর ড. মাহি উদ্দিন, সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ আমান উল্লাহ, ইইই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ড. ইয়াসির আরাফাত, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. ইঞ্জিনিয়ার মুহাম্মদ আবু ইউসুফ, ইটিই ডিপার্টমেন্টের চেয়ারম্যান মোঃ ইব্রাহীম, ইইই বিভাগের সহযোগী অধ্যাপক ও চট্টগ্রাম বিভাগীয় বিজ্ঞান অলিম্পিয়াড ২০২৪ আয়োজক কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার শেখ মোঃ গোলাম মোস্তফা সহ শিক্ষকশিক্ষিকা বৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধআন্‌জুমানে খুদ্দামুল মুসলেমিনের প্রস্তুতি সভা
পরবর্তী নিবন্ধমাদ্রাসা শিক্ষার আধুনিকায়নে কাজ করছে সরকার