চব্বিশের জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধার নিদর্শন হিসাবে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে উদ্বোধন করা হয়েছে জুলাই স্মৃতি কর্নার। উদ্বোধন করেন দেশবরেণ্য সাংবাদিক দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান। গত শনিবার আইআইইউসির কেন্দ্রীয় লাইব্রেরিতে ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এই স্মৃতি কর্নারের উদ্বোধন করা হয়। দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমানের সাথে এ সময় উপস্থিত ছিলেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী, ট্রেজারার প্রফেসর ড. মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ, চট্টগ্রাম কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মানজারে খোরশেদ আলম। এ ছাড়াও বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঐতিহাসিক জুলাই বিপ্লবের ২০২৪–এ শহীদদের স্মরণ, ঘটনাপ্রবাহ সংরক্ষণ এবং শিক্ষার্থীদের মাঝে গণতান্ত্রিক চেতনার দলিল তুলে ধরতে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে স্থাপন করা হয় এই স্মৃতি কর্নার। জুলাই স্মৃতি কর্নার উদ্বোধনকালে ড. মাহমুদুর রহমান বলেন, জুলাইয়ের বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এর স্মৃতি ও দলিল সংরক্ষণ বর্তমান প্রজন্মের জন্য যেমন প্রয়োজন, তেমনি ভবিষ্যতের গবেষকদের জন্যও অত্যন্ত মূল্যবান। তিনি আইআইইউসির এই উদ্যোগকে প্রশংসনীয় এবং সময়োপযোগী বলে উল্লেখ করেন। আইআইইউসি–এর ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, তরুণ প্রজন্মের শেখার জায়গা হিসেবে স্মৃতি কর্নারটি ভবিষ্যতে গবেষণা ও অধ্যয়নকারীদের জন্যও উন্মুক্ত রাখা হবে। উদ্বোধন শেষে উপস্থিত অতিথিরা স্মৃতি কর্নারে সংরক্ষিত জুলাই গণঅভ্যুত্থানের সময়কার দুর্লভ আলোকচিত্র, আন্দোলনকারী শিক্ষার্থীদের বিভিন্ন স্মৃতিচিহ্ন ঘুরে দেখেন। সংবাদ বিজ্ঞপ্তি।











