আইআইইউসি ও দি এশিয়া ফাউন্ডেশন চট্টগ্রামের যৌথ আয়োজনে ‘অনলাইন ভিত্তিক উগ্রবাদের প্রতিরোধে ছাত্রছাত্রীদের করণীয়’ শীর্ষক দিনব্যাপী এক সেমিনার বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল অডিটোরিয়ামে গত১৬ আগস্ট অনুষ্ঠিত হয়। এতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭৫ এর ১৫ আগস্ট নিহত সকল শহীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইফতেখার উদ্দিনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ।
প্রধান অতিথি বলেন, জন্মগতভাবে কেউ উগ্রবাদে জড়িয়ে পড়ে না পরিবেশগত কারণ এবং বিশেষ গোষ্ঠীর বিশেষ উদ্দেশ্য সাধনে তরুণ সমাজ উগ্রবাদীদের টার্গেটে পরিণত হচ্ছে। এতে করে তরুণ তরুণীরা নিজেদের অজান্তেই কিংবা ভুল ধারণার বশবর্তী হয়ে উগ্রবাদে জড়িয়ে পড়ছে। বিশেষ অতিথি ছিলেন ফিমেল একাডেমিক জোনের চেয়ারম্যান রিজিয়া রেজা চৌধুরী, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ হুমায়ুন কবির।
বক্তব্য রাখেন সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবিএম রায়হানুল বারী ও আইআইইউসির রেজিস্ট্রার এ এফ এম আখতারুজ্জামান কায়সার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন চবি আইন বিভাগের চেয়ারম্যান প্রফেসর এবি এম আবু নোমান।
বক্তব্য রাখেন চবি আইন বিভাগের সহকারী অধ্যাপক ফয়সাল বিন মনির জনি। দি এশিয়া ফাউন্ডেশনের পক্ষে বক্তব্য রাখেন মো. নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন আইআইইউসি আইন বিভাগের চেয়ারম্যান মো. মনজুর হোসেন পাটোয়ারী। অনুষ্ঠান সঞ্চালনা করেন অধ্যাপক মো. নাসির উদ্দিন। বক্তারা বলেন, তরুণদের পাশাপাশি আজকাল তরুণীরাও উগ্রবাদে জড়িয়ে পড়ছে। তিনি আরো বলেন আগামী প্রজন্মের জন্য জঙ্গিবাদ মুক্ত নিরাপদ সমাজ নিশ্চিত করতে হলে শিক্ষার্থীদের উগ্রবাদ প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি।