হাটহাজারী–নাজিরহাট সড়কের খন্ডইল্যার ঘাটা নামক স্থানে গতকাল ভোরে দুর্ঘটনায় নিহত হয়েছেন মাছ ব্যবসায়ী নিকাশ বড়ুয়া। দুপুরে আইনি কার্যক্রম শেষে তার লাশ বাড়িতে নিয়ে এলে দেখা যায় এক হৃদয়বিদারক দৃশ্য। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠে চারপাশ। এ সময় পাড়া–প্রতিবেশী অসংখ্য মানুষ ভিড় করে নিকাশ বড়ুয়ার বাড়িতে।
নিহত নিকাশ বড়ুয়ার তিন সন্তান। এরমধ্যে বড় ছেলে বিপ্লব বড়ুয়া এবার এসএসসি পরীক্ষার্থী। মেয়ে রীতু বড়ুয়া পড়ছেন ৭ম শ্রেণীতে। ছোট ছেলে ইমন বড়ুয়া এখনো স্কুলে ভর্তি হয়নি।
পরিবারের একমাত্র উপার্জনকারীর মৃত্যুতে চোখে মুখে অন্ধকার দেখছেন নিকাশ বড়ুয়ার স্ত্রী রেশমী বড়ুয়া ও বৃদ্ধা মা টুন্টু বড়ুয়া। কে দেখবে পরিবার। তিন সন্তানের লেখাপড়ার দায়িত্বইবা কে নেবে। স্ত্রী রেশমী অনবরত কাঁদছেন। মা বিলাপ করে বলতে থাকেন, আঁর ফুত খডে। আঁর ফুতরে আনি দে। আঁরারে এখন খনে চাইবু। আঁর নাতিঅলরে খনে চাইব। আঁর ফোয়া কেনে মরি গেইয়্যি? আঁর গম ফোয়া বেইন্নে ঘরত্তুন নাজিরহাডত গেইয়্যে মাছ আনিবারলাই। লাশ অই ঘরত আইস্যি।
নিহত নিকাশ বড়ুয়ার মায়ের এমন আহাজারিতে উপস্থিত অনেকেই কাঁদতে থাকেন। সান্ত্বনা দেওয়ার ভাষা হারিয়ে ফেলেন সকলে।