আঁধার ভেঙে আলোর বুনন

বোধনের প্রতিষ্ঠাবার্ষিকীতে নানা আয়োজন

| সোমবার , ১০ জানুয়ারি, ২০২২ at ৮:২৮ পূর্বাহ্ণ

চেতনার রঙে পান্না হলো সবুজ, সবুজ এ সুন্দরের যে সাধনা তা তৈরি করে দেন বোধনের মতো সংগঠন। যেখানে একটু বোধের উন্মেষ ঘটানো, একটু অন্যরকমভাবে পথচলা। মানুষের কাছাকাছি বোধের সত্যতার উত্তাপ ছড়িয়ে দেওয়ার দায়বদ্ধতায় জন্ম হয়েছিল বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের। গতকাল রোববার বোধনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন অতিথিবৃন্দ।
পুরো আয়োজনে বোধনের পুরনো সুহৃদের সম্মিলন ঘটে। এ সময় কবি জিন্নাহ চৌধুরী, কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামলের গল্প-কবিতায় উঠে আসে জীবনের বাস্তবিক মুহূর্ত। শুভেচ্ছা জানান অধ্যাপক প্রকাশ দাশগুপ্ত, আবৃত্তিশিল্পী রাশেদ হাসান, নাট্যজন সুচরিত দাশ খোকন, সাংবাদিক দেবদুলাল ভৌমিক, আবৃত্তিশিল্পী হাসান জাহাঙ্গীর, দেবাশীষ রুদ্র, সেলিম রেজা সাগর। তারা বলেন, চট্টগ্রাম ও সারা দেশে আবৃত্তি চর্চায় অনেকদূর এগিয়ে দিয়েছে বোধন। যেখানে শুধু সাধারণ ও গণমানুষের কথা বলে। তবে এজন্য সুস্থ সংস্কৃতির বিকাশে সাংস্কৃতিক চর্চার পরিবেশ সৃষ্টি করতে না পারলে এ আঁধার ভেঙে আলোর বুননের যাত্রা ব্যর্থ হয়ে যাবে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহ-সভাপতি সুবর্ণা চৌধুরী। শুভেচ্ছা জানান প্রমা আবৃত্তি সংগঠন, শব্দনোঙর আবৃত্তি সংগঠন, চট্টগ্রাম আবৃত্তি চর্চা কেন্দ্র, কণ্ঠনীড় বাচিক চর্চা কেন্দ্র। শুভেচ্ছা গ্রহণ করেন বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রামের সহ-সাধারণ সম্পাদক ইসমাইল চৌধুরী সোহেল, আবৃত্তিশিল্পী বিপ্লব কুমার শীল, পার্থ বড়ুয়া, লিংকন বিশ্বাস, সাজ্জাদ চৌধুরী, শর্মিলা বড়ুয়া, শুভাগত বড়ুয়া।
একক আবৃত্তি পরিবেশনায় ছিলেন সুচয়ন সেন গুপ্ত, সুষ্মি অধিকারী, সৌরেন সেন চৌধুরী, বৃষ্টি বৈদ্য, প্রিয়াংকা দাশ, রাজদ্বীপ, মেঘলা বড়ুয়া মেঘা, অন্বেষা দে, অর্ক ভৌমিক, অস্মিতা সেন, গৌরি দাশগুপ্তা, সোয়াদ সাদমান আলম, ওয়াসিকা নুজহাত, ওয়াসিয়া মাহমুদ, ওয়াজিহা আহমদ মাইশা। সবশেষ ছিলো বোধনের শিশু বিভাগের শিক্ষার্থীদের পরিবেশনা। গান পরিবেশনায় মৌনতার আগল ভেঙ্গে দেন সংগীতশিল্পী সুজিত চক্রবর্তী, কান্তা দে, রিষু তালুকদার, শিমু বিশ্বাস, অন্বেষা শিবা, যীশু সুশীল। শিল্পীদের সাথে তবলায় সঙ্গত এনে দেন দোলন, এড. সচিব কর্মকার তিলক। পুরো আয়োজন সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী সঞ্জয় পাল। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহান পুরুষোত্তমের স্বদেশ প্রত্যাবর্তন মুক্তিযুদ্ধে বিজয়ের পূর্ণতা
পরবর্তী নিবন্ধসর্বত্র বাংলা ভাষা প্রচলনের আহ্বান