হতাশা এমন জিনিস যা প্রতিনিয়ত মানুষকে শেষ করে দেয়। বাস্তব সত্য, জীবনে হতাশার চেয়ে বড় আর কোনো অভিশাপ নেই। তারমধ্যে আশাও অন্যতম একটি। তবে আমরা ভুলে বসি, যা পাইনি তার চেয়ে অধিকতর উত্তম কিছু অপেক্ষা করছে। দৈনন্দিন জীবনে আমাদের অধিক হতাশায় ভুগতে হয়। তারমধ্যে কটুকথা, অনভিজ্ঞতা আমাদের হতাশ করে, প্রতিভাকে পিছু টানে! সফল মানুষের জীবনীগ্রন্থ সর্বদায় রচিত আর ব্যর্থ মানুষের গল্প রচিত হয় না। প্রত্যেকের উচিত: জীবনকে আঁকা, প্রতিনিয়ত আঁকা, সাতরঙে আঁকা, রঙিন হোক বা না–ই হোক; রংধনু তে পরিণত হোক। বিশালতার আকাশে ক্ষুদ্র–ক্ষুদ্র মেঘ জমে হৃদয়ে আঁধার নেমে আসে। আকাশও বোবা কাঁদে! মেঘের অজগ্র কান্নার পর ওই সূর্য কীভাবে টগবগে হাসে, আকাশ তার রূপ ফিরে পেয়ে রংধনু আঁকে। ঠিক তদ্রুপ ঘুরে দাঁড়ালে জীবনের প্রতিটি মুহূর্ত সূর্যের মতো হবে, আর রংধনু রচিত হলে এই আঁধার কেটে যাবে, ফুটবে নতুন সকাল।