আইজ অন স্টুডিও ইউটিউব চ্যানেলে জনপ্রিয় সংগীতশিল্পী আঁখি আলমগীরের সেলিব্রিটি পডকাস্ট শো আঁখির গল্প’র দ্বিতীয় সিজন প্রচার শুরু হয়েছে। বৃহস্পতিবার রাত ১০টায় উন্মুক্ত হয় এই শো’র প্রথম পর্ব। এই পর্বে অতিথি হয়ে এসেছেন জীবন্ত কিংবদন্তি শিল্পী সৈয়দ আবদুল হাদী। আঁখি আলমগীর বলেন, প্রথম সিজনে আমি নিজের কথা বলেছি। দর্শকের ভালোবাসায় ধন্য হয়ে দ্বিতীয় সিজনে নতুনত্ব আনার চেষ্টা করেছি।
এই সিজনে আমি এমন সব মানুষের সঙ্গে আড্ডা দেবো যারা আমাদের আইডল। আশা করছি সবাই খুব উপভোগ করবেন। সৈয়দ আবদুল হাদী পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন। পেয়েছেন একুশে পদক। অসংখ্য জনপ্রিয় গানে তিনি ষাট বছরের বেশি সময় ধরে আলোকিত করে রেখেছেন আমাদের গানের জগৎ। এই পডকাস্টে অনেক অজানা কথা বলেছেন এ কিংবদন্তি শিল্পী। এই পডকাস্টের পরবর্তী পর্বগুলোতে বেশ কিছু গুণী সংগীতশিল্পীও অংশগ্রহণ করেছেন।