আঁকার দিন ফিরে এল

| বৃহস্পতিবার , ২৯ এপ্রিল, ২০২১ at ৭:২২ পূর্বাহ্ণ

গেল সপ্তাহেই মালদ্বীপে বেড়ানোর ছবি দিয়ে ‘ট্রলড’ হয়েছেন। আর এই সপ্তাহে নেটবাসীদের নজর কেড়েছেন সেই নীল সমুদ্রের ছবি এঁকে। প্রমোদভ্রমণ শেষে বাড়ি ফিরে নিজেকে বন্দি করেছেন বনি কাপুর-শ্রীদেবীর কন্যা জাহ্নবী কাপুর। খবর বিডিনিউজের।
এই ভ্রমণ নিয়ে কম কথা শুনতে হয়নি তার। করোনাভাইরাসের কারণে ভারতে যখন অসংখ্য ‘চিতা’ জ্বলছে তখন তার সমুদ্র বিলাস বা বিকিনি পরা ছবি কোনো উত্তাপই ছড়াতে পারেনি। বরং ফিরে এসে অখণ্ড অবসরে এখন যখন ছবি আঁকছেন, তা নিয়ে হচ্ছেন প্রশংসিত। তিনি এঁকেছেন নীল আকাশ ও সমুদ্রের অপূর্ব মিশেলের ছবি। সাদা মেঘের ওপর আকাশের বাড়ি, এমন ছবি এঁকে ইন্সটাগ্রামে পোস্ট করেছেন জাহ্নবী। ক্যাপশন দিয়েছেন আঁকার দিন ফিরে এল।

পূর্ববর্তী নিবন্ধকাল আজকাল
পরবর্তী নিবন্ধমে দিবসে সিটিভিতে ‘জট’