আঁকতে বসে একেক করে….
পাহাড় আঁকলাম, পাখি আঁকলাম
আঁকলাম বৃক্ষ–আকাশ
খাল, বিল, মাঠ, ঝিল
আঁকলাম সবুজ ঘাস।
মাটি আঁকলাম, মানুষ আঁকলাম
আঁকলাম মেঘ–বৃষ্টি
শহর, নগর, গ্রাম, জনপদ
আঁকলাম চোখের দৃষ্টি ।
বর্ণ আঁকলাম, শব্দ আঁকলাম
আঁকলাম মায়ের ভাষা
মন্দির, মসজিদ, গীর্জা, প্যাগোডা
আঁকলাম মনের আশা ।
সুখ আঁকলাম, দুঃখ আঁকলাম
আঁকলাম ঐতিহ্যের রেশ
আঁকা সব ছবি এক করে দেখলাম
হয়ে গেল বাংলাদেশ।