আঁকতে বসে

সেবপ্রিয় বড়ুয়া সিদ্ধার্থ | বুধবার , ৩০ জুলাই, ২০২৫ at ৫:৩৪ পূর্বাহ্ণ

আঁকতে বসে একেক করে….

পাহাড় আঁকলাম, পাখি আঁকলাম

আঁকলাম বৃক্ষআকাশ

খাল, বিল, মাঠ, ঝিল

আঁকলাম সবুজ ঘাস।

মাটি আঁকলাম, মানুষ আঁকলাম

আঁকলাম মেঘবৃষ্টি

শহর, নগর, গ্রাম, জনপদ

আঁকলাম চোখের দৃষ্টি ।

বর্ণ আঁকলাম, শব্দ আঁকলাম

আঁকলাম মায়ের ভাষা

মন্দির, মসজিদ, গীর্জা, প্যাগোডা

আঁকলাম মনের আশা ।

সুখ আঁকলাম, দুঃখ আঁকলাম

আঁকলাম ঐতিহ্যের রেশ

আঁকা সব ছবি এক করে দেখলাম

হয়ে গেল বাংলাদেশ।

পূর্ববর্তী নিবন্ধশিক্ষার্থীর আইডি কার্ডে পূর্ণাঙ্গ তথ্য থাকা জরুরি
পরবর্তী নিবন্ধশাকিল, আমরা কেউ তোমাকে ভুলিনি