আঁকছে কে রে

উৎপলকান্তি বড়ুয়া | বুধবার , ২৮ জানুয়ারি, ২০২৬ at ১০:৫৩ পূর্বাহ্ণ

এক গিয়েছে দুইয়ের বাড়ি

তিন গিয়েছে হাটে,

বই পেনসিল বিশ্রাম নেয়

খেলার সবুজ মাঠে।

চার ধরেছে হাতটি পাঁচের

চলছে দু’জন ওরা,

রঙ তুলিতে আঁকছে কে রে

রঙিন ফুলের তোড়া?

ছয় তবলায় তাক ডুমা ডুম

বাজিয়ে তোলে বোল,

সাত পড়েছে গর্তে, তো আট

বলছে, টেনে তোল!

নয় রোদে একটানা হেঁটে

একটু নিলো দম,

দশ হেসে কয়,আমার বাড়ি

এসো স্বাগতম!

পূর্ববর্তী নিবন্ধ১২ ফেব্রুয়ারি গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের নির্বাচন
পরবর্তী নিবন্ধশীতের বুড়ি