এখন নয়। একটু সবুর কর,
হাওয়া অনুকূলে আসুক
পুকুর ভর্তি মাছ হোক।
গোলায় পূর্ণ ধান হোক
হাতে কিছু কড়কড়ে নোট আসুক
গাছে গাছে আসুক ফলজ কুঁড়ি।
নামুক ইলিশে গুঁড়ি বৃষ্টি
তখন না হয় বলো..
মিষ্টি মধুর প্রেমের গল্প।
বেশ লাগবে!
নুন, পোড়ামরিচ ভাতে
গল্পগুলো বড়ই পানসে।
অভাবের ভাঙাচোরা ঘরে
ভালোবাসার শব্দ বড় নড়বড়ে।
জান তো, ভালোবাসা শুধু সোনালী দিনে
নীল আকাশের শুভ্র মেঘে
স্বর্ণালী সুখ খোঁজে।
কালো ঘন মেঘের মাঝে বুজেই
রাখে তার দুই চোখ।
আমার ঘরে জমাটবদ্ধ আঁধার
ভালোবাসা খুঁজেই পাবে না সে দ্বার।