অ্যাশেজ সিরিজ জয় অস্ট্রেলিয়ার

| সোমবার , ২২ ডিসেম্বর, ২০২৫ at ১০:৪০ পূর্বাহ্ণ

ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে টানা চতুর্থ অ্যাশেজ সিরিজ জিতল অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুই টেস্ট ৮ উইকেটের একই ব্যবধানে জয়ের পর, তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৮২ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। ফলে পাঁচ ম্যাচের সিরিজে ৩০ ব্যবধানে এগিয়ে সিরিজ জয় নিশ্চিত করেছে অসিরা। ঘরের মাঠে ২০১৩, ২০১৭ ও ২০২১ সালে সর্বশেষ চার অ্যাশেজ সিরিজ জিতেছিল অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা পাঁচ সিরিজে অ্যাশেজ নিজেদের দখলে রাখল অস্ট্রেলিয়া। এর মধ্যে তিনটিতে জয় ও দু’টিতে ড্র করেছে অসিরা। সর্বশেষ ২০১৫ সালে ঘরের মাঠে অ্যাশেজ জিতেছিল ইংল্যান্ড। অ্যাডিলেড টেস্ট জয়ের মঞ্চ চতুর্থ দিন শেষে তৈরি করে রেখেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্ট জিততে ম্যাচের পঞ্চম ও শেষ দিন অস্ট্রেলিয়ার দরকার পড়ে ৪ উইকেট এবং ইংল্যান্ডের প্রয়োজন ছিল ২২৮ রান। অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ৪৩৫ রানের জবাবে চতুর্থ দিন শেষে ৬ উইকেটে ২০৭ রান করেছিল ইংল্যান্ড। পঞ্চম দিন বাকী ৪ উইকেটে ১৪৫ রান যোগ করে ৩৫২ রানে অলআউট হয় ইংল্যান্ড।

পূর্ববর্তী নিবন্ধকুরআনের আলোকে জীবন গঠন করতে হবে : মেয়র
পরবর্তী নিবন্ধরাইজিং স্টার ফুটবল একাডেমির সভা