অ্যালার্জি থাকলে ফাইজারের টিকা নয়, সতর্ক করল যুক্তরাজ্য

| শুক্রবার , ১১ ডিসেম্বর, ২০২০ at ৬:২৬ পূর্বাহ্ণ

কোনও খাবার বা ওষুধে কারও অ্যালার্জির ধাত থাকলে তার ফাইজার-বায়োএনটেকের কোভিড-১৯ টিকা নেওয়া উচিত হবে না বলে সতর্ক করেছে যুক্তরাজ্যের ওষুধ ও টিকা নিয়ন্ত্রক সংস্থা এমএইচআরএ। মঙ্গলবার এই টিকা নিয়ে যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) দুই কর্মীর অ্যালার্জির সমস্যা দেখা দেওয়ার পর এ সতর্কবার্তা এল। ওই দুই কর্মীরই মারাত্মক অ্যালার্জির ধাত আছে বলে জানিয়েছে বিবিসি। বিশ্বে প্রথম দেশ হিসেবে গত মঙ্গলবার থেকেই দেশের মানুষকে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়া শুরু করেছে যুক্তরাজ্য। প্রথম দফায় এই টিকা পাচ্ছেন সামনের সারিতে থেকে কাজ করে যাওয়া স্বাস্থ্যকর্মীরা এবং বয়স্করা। খবর বিডিনিউজের।
দেশটির ‘মেডিসিনস অ্যান্ড হেলথকেয়ার প্রোডাক্টস রেগুলেটরি এজেন্সি’ (এমএইচআরএ) জানিয়েছে, টিকাদান কর্মসূচি শুরুর পর থেকে দুইজনের অ্যানাফিল্যাঙিস (আকস্মিক ও গুরুতর এলার্জি প্রতিক্রিয়া) এবং একজনের অ্যালার্জির মতো সমস্যা দেখা দেওয়ার খবর পাওয়া গেছে। এরপরই এমএইচআরএ-এর প্রধান নির্বাহী জুন রাইনে এক বিবৃতিতে বলেছেন, কারও কোনও টিকা, ওষুধ কিংবা খাবারে অ্যানাফিল্যাক্সি এর ইতিহাস থেকে থাকলে তার এই কোভিড টিকা নেওয়া উচিত নয়।

পূর্ববর্তী নিবন্ধবাইডেনের ছেলে হান্টারের কর নিয়ে তদন্ত চলছে
পরবর্তী নিবন্ধভারতের হামলার আশঙ্কায় ‘উচ্চ সতর্কতায়’ পাকিস্তান