অ্যালার্জির সমস্যা জনস্বাস্থ্যের নতুন চ্যালেঞ্জ হয়ে উঠছে

বৈজ্ঞানিক সেমিনারে বক্তারা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ৭ অক্টোবর, ২০২৫ at ১২:২৪ অপরাহ্ণ

দেশে ত্বকজনিত রোগ বৃদ্ধির কারণ হিসেবে বায়ু দূষণ, জলবায়ুর পরিবর্তন ও পরিবেশ এবং জীবনযাত্রার প্রভাবকে চিহ্নিত করেছেন চর্মরোগ বিশেষজ্ঞরা। তাঁদের মতে, একজিমা, সোরিয়াসিস, ফাঙ্গাল ইনফেকশন কিংবা অ্যালার্জিজনিত নানা সমস্যা এখন শুধু চিকিৎসাবিজ্ঞানের বিষয় নয়, বরং জনস্বাস্থ্যের নতুন চ্যালেঞ্জ হয়ে উঠছে।

গতকাল নগরীর হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এসব এই মত দেন দেশের শীর্ষ চর্মরোগ বিশেষজ্ঞ চিকিৎসকরা।

বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি চট্টগ্রাম শাখার আয়োজিত সেমিনারে চট্টগ্রামের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালের দেড় শতাধিক চিকিৎসক অংশ নেন। বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি চট্টগ্রাম শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. মনসুরুল আলমের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন সোসাইটির কেন্দ্রীয় কমিটির সভাপতি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চর্মরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. মুনির রশিদ।

অতিথি ছিলেন সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. একিউএম সিরাজুল ইসলাম, সোসাইটির সেক্রেটারি অধ্যাপক ডা. রাশেদ মোহাম্মদ খান, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন, অধ্যাপক ডা. আবু হেনা চৌধুরী, চট্টগ্রাম মেডিকেল কলেজক হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. রফিকুল মাওলা, সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবুল কাশেম চৌধুরী, অধ্যাপক ডা. শাহ আলম, সোসাইটির চট্টগ্রাম শাখার সদস্য সচিব ও চটগ্রাম মেডিকেল কলেজের চর্ম ও যৌনরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. জুনায়েদ মাহমুদ খান প্রমুখ। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. সাইয়েদুল করিম সাকিব। অনুষ্ঠানে বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটি, চট্টগ্রাম শাখার নতুন কার্যনির্বাহী কমিটির নাম ঘোষণা করেন অধ্যাপক ডা. মুনির রশিদ।

পূর্ববর্তী নিবন্ধসিএমএম আদালতের সহায়ক কর্মচারীদের কর্মশালা
পরবর্তী নিবন্ধ৬ দাবিতে আনোয়ারায় স্বাস্থ্য সহকারী অ্যাসোসিয়েশনের কর্মবিরতি পালন