অ্যালামনাই সেন্টার নির্মাণকাজ ১৫ জুনের মধ্যে শুরু

চবি অ্যালামনাই এসোসিয়েশনের সভা

| বৃহস্পতিবার , ১১ মে, ২০২৩ at ৫:৪৪ পূর্বাহ্ণ

চবি অ্যালামনাই এসোসিয়েশনের সভা গতকাল বুধবার চট্টগ্রাম চেম্বার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে আগ্রাবাদ ডেবার পাড়স্থ চট্টগ্রাম বন্দর কর্তৃক বরাদ্দ সাড়ে নয় কাঠা জায়গায় প্রস্তাবিত অ্যালামনাই সেন্টার নির্মাণ কাজ শুরু করার লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়। সভায় সংগঠনের সভাপতি প্রাক্তন মুখ্য সচিব মো. আব্দুল করিম অনলাইনে যুক্ত ছিলেন।

সভায় এই মাসেই অ্যালামনাই সেন্টারের আর্কিটেকচার প্ল্যান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ববাবরে অনুমোদন সাপেক্ষে আগামী ১৫ জুনের মধ্যে অ্যালামনাই সেন্টারের কাজ শুরু করার নীতিগত সিদ্ধান্ত গৃহীত হয়। যার প্রাক্কলিত ব্যয় ৬ কোটি টাকা।

এই লক্ষ্যে সভায় সংগঠনের সাধারণ সম্পাদক মাহবুবুল আলমকে আহ্বায়ক ও সাংগঠনিক সম্পাদক মোহম্মদ জাফর আলমকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট ডেভেলপমেন্ট ল’ কমিটি এবং সংগঠনের কার্যপরিষদ সদস্য আলাউদ্দিন আহমেদ নাছিমকে আহ্বায়ক ও যুগ্ম সাধারণ সম্পাদক নাছির উদ্দিনকে সদস্য সচিব করে ৭ সদস্য বিশিষ্ট ফাইন্যান্স কমিটি গঠিত হয়।

সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনসাবেক এমপি মহজারুল হক শাহ চৌধুরী, সহ সভাপতি আবুল কদর, চাকসুর ভিপি নাজিম উদ্দিন, সহ সভাপতি গিয়াস উদ্দিন, কার্যকরী সদস্য এ হালিম, আলাউদ্দিন আহমেদ নাছিম, সহ সভাপতি সৈয়দ ছগীর আহমদ, যুগ্মসাধারণ সম্পাদক কামরুল হাসান হারুন, নাছির উদ্দিন আহমেদ চৌধুরী, জাফরুল আলম, অ্যাড মো. শামীম, সদস্য সাইফুদ্দিন আহমেদ সাকী, রাশেদ মনোয়ার, মোসলেহ উদ্দিন মনসুর, শিক্ষা ও গবেষণা সম্পাদক প্রফেসর ড. ফরিদ উদ্দিন আহমেদ, দপ্তর সম্পাদক দাউদ আব্দুল্লাহ লিটন, আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক সম্পাদক শামীমা হারুন লুবনা, ক্রীড়া সম্পাদক ফেরদৌস বশীর, সমাজসেবা সম্পাদক জহিরুল আলম, সহসাহিত্য সম্পাদক মহিউদ্দিন বাদল, প্রচার সম্পাদক মোহম্মদ ইউছুপ, সহ দপ্তর সম্পাদক সামস রাকীব, হানিফা নেজা হেনা, শহিদুল কাওসার প্রমুখ। সভায় বক্তারা আগামী বছরের ডিসেম্বরের মধ্যে প্রস্তাবিত অ্যালামনাই সেন্টারের কাজ শেষ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধড্যাব চট্টগ্রামের দোয়া ও মিলাদ মাহফিল
পরবর্তী নিবন্ধতিন উন্নয়ন প্রকল্প উদ্বোধনে নাজিরহাট পৌর মেয়র