শরীয়তপুর শহর থেকে মুমূর্ষু এক নবজাতককে নিয়ে ঢাকাগামী অ্যাম্বুলেন্স আটকে দেওয়ার অভিযোগ উঠেছে চালক সিন্ডিকেটের বিরুদ্ধে। দীর্ঘ দেড় ঘণ্টা আটকে থাকার পর অ্যাম্বুলেন্সের ভেতরেই মৃত্যু হয় নবজাতকের। গত বৃহস্পতিবার রাত ৯টার দিকে শরীয়তপুর শহরে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।
মারা যাওয়া শিশুটির বাবা শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর এলাকার নূর হোসেন সরদার। বৃহস্পতিবার রাতে শিশুটির মা রুমা বেগমকে ভর্তি করা হয় শহরের বেসরকারি হাসপাতালে মক্কা ক্লিনিকে। সেখানে অস্ত্রোপচারের মাধ্যমে ফুটফুটে ছেলে শিশুটির জন্ম হয়। খবর বিডিনিউজের।