অ্যাভোকেট জানে আলম ছিলেন পরিশুদ্ধ রাজনীতিবিদ

নাগরিক শোকসভায় বক্তারা

| শনিবার , ১১ ডিসেম্বর, ২০২১ at ৬:৪০ পূর্বাহ্ণ

বীর মুক্তিযোদ্ধা, শ্রমিক নেতা এডভোকেট জানে আলম স্মরণে নাগরিক শোকসভা গতকাল শুক্রবার উত্তর পতেঙ্গা মাইজপাড়া ঈদগাহ ময়দানে নানা আয়োজনে অনুষ্ঠিত হয়েছে। নাগরিক শোকসভা পরিষদের আয়োজনে সকাল ৯টায় কোরান খতম, দোয়া মাহফিল, মরহুমের কবরে শ্রদ্ধাঞ্জলি ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১৩৪ জন শিশুকিশোর অংশগ্রহণ করে। এতে বিচারক ছিলেন চিত্রশিল্পী মো. আলী। পুরস্কার বিতরণ করেন মুক্তিযোদ্ধা গবেষণা কেন্দ্র চট্টগ্রামের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান ও স্থানীয় মুক্তিযোদ্ধাগণ। পরে সকাল ১০টায় হিউম্যান এইড পতেঙ্গার আয়োজনে অনুষ্ঠিত হয় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়। বাদ জুমা শুরু হয় আলোচনা সভা। নাগরিক শোকসভা পরিষদের আহবায়ক কাউন্সিলর শাহানুর বেগমের সভাপতিত্বে ও সদস্য সচিব নুরুল আলমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন সিটি কর্পোরেশনের মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম সুজন। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ গবেষণা কেন্দ্র ট্রাস্ট চট্টগ্রামের সভাপতি মাহফুজুর রহমান, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, কবি ও সাংবাদিক নাজিমুদ্দীন শ্যামল, ৪১নং ওয়ার্ড কাউন্সিলর ছালেহ আহমদ চৌধুরী, আ.লীগ নেতা মশিউর রহমান চৌধুরী প্রমুখ। শোকসভায় প্রধান অতিথি রেজাউল করিম বলেন, এডভোকেট জানে আলম সততা ও সত্যবাদীতার ক্ষেত্রে অন্যান্যদের থেকে অনন্য এক নেতা। তিনি ছিলেন সাম্যবাদী, প্রগতিশীল, অসাম্প্রদায়িক ও মুক্তিকামী একজন ব্যক্তিত্ব। তার মৃত্যুতে একজন দেশপ্রেমী মানব দরদী পরিচ্ছন্ন পরিশুদ্ধ মেধাবী রাজনীতিবিদকে হারালো। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমহেশখালীতে ৫ রোহিঙ্গা নারী আটক
পরবর্তী নিবন্ধডা. সৈয়দ মোস্তফা কামাল নাগরিক শোকসভা আজ