অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে আন্তর্জাতিক নার্স দিবস পালন

 ‘নার্সদের সেবাই পারে রোগীকে দ্রুত সুস্থ করতে’

| শনিবার , ১৩ মে, ২০২৩ at ৭:৩৮ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক নার্স দিবস ও ফ্লোরেন্স নাইটিঙ্গেলের ২০৩তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নার্সরাই আমাদের ভবিষ্যৎ’স্লোগানে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল ও চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিংয়ের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে দুই দিনব্যাপী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গত ১১ মে প্রথম দিনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএসআরএম গ্রুপের চেয়ারম্যান ও চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিংয়ের গভর্নিং বডির পৃষ্ঠপোষক প্রতিনিধি আলী হোসেন আকবর আলী বলেন, হাসপাতালে অসুস্থ রোগীর পাশে চিকিৎসকের চাইতেও নার্সদের গুরুত্ব ও দায়িত্ব অনেক বেশি। এসময় তিনি তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রতি বছর ৫ জন মেধাবী ও অসচ্ছল নার্সিং শিক্ষার্থীদেরকে আর্থিক অনুদান দেয়ার ইচ্ছা ব্যক্ত করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, বাংলাদেশে মান সম্মত নার্স ও নার্সিং ইনস্টিটিউটের অভাব রয়েছে। অনেকের মত ব্যবসায়ীক লাভজনক নার্সিং কলেজ আমাদেরটি নয়। আমরা বাংলাদেশকে বিদেশের হাসপাতালে কাজ করতে পারার মত মানসম্মত নার্স তৈরীর লক্ষে বাংলাদেশে একটি শ্রেষ্ঠ নার্সিং প্রতিষ্ঠান হিসেবে এই নার্সিং কলেজকে গড়ে তুলতে চাই। অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি ডিরেক্টর ও চট্টগ্রামে করোনাকালীন ফিল্ড হাসপাতালের উদ্যোক্তা ডা. বিদ্যুৎ বড়ুয়া বলেন, দেশের বাইরে নার্সিং সেবা অনেক উন্নত। একজন নার্সই হাসপাতালের প্রাণ, নার্সরাই রোগীর আরোগ্য লাভে বেশি সময় রোগীর পাশে থাকেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সিইও ড. আনানথ এন রাও। অনুষ্ঠান পরিচালনা করেন হাসপাতালের সিএনও সান্তা এন রাও এবং চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিংয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডলি আক্তার। অনুষ্ঠানে নার্সিং শিক্ষার্থী ও নার্সদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠানে নার্সিং শিক্ষার্থী অর্পিতা ভদ্র প্রাপ্তির নির্দেশনায় ‘লেডি ইন দ্যা ল্যাম্প’ নাটক পরিবেশন করা হয়। অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গান, নাচ, পরিবেশন করেন হাসপাতালের নার্স ও নার্সিং শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে নার্স দিবস উপলক্ষে আয়োজিত পোস্টার ডিজাইন প্রতিযোগিতা, কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদেরকে পুরস্কার প্রদান করা হয়। গতকাল ১২ মে সকালে ফ্লোরেন্স নাইটিঙ্গেল স্মরণে হাসপাতাল প্রাঙ্গণে প্রদীপ নৃত্য পরিবেশন করা হয় ও কেক কেটে তার ২০৩ তম জন্মবার্ষিকী পালন করা হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করেন নার্সিং শিক্ষার্থী অর্পিতা ভদ্র প্রাপ্তি ও অংসাই মারমা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধভিক্ষা করে কারও জীবন চলে না
পরবর্তী নিবন্ধ১৪ বছর ধরে রাতে না খেয়ে আছেন মনোজ