অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে সেমিনার ও মোড়ক উন্মোচন

বিশ্ব হাত স্বাস্থ্যবিধি দিবস

| রবিবার , ৭ মে, ২০২৩ at ৬:১৭ পূর্বাহ্ণ

বিশ্ব হাত স্বাস্থ্যবিধি দিবস উপলক্ষে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সপ্তাহব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার হাসপাতাল মিলনায়তনে ‘হাসপাতালে উন্নত গুণগত পরিষেবা নিশ্চিত করতে সংক্রমণ প্রতিরোধ কর্মসূচির গুরুত্ব’ শীর্ষক সেমিনার ও নিজস্ব ‘সংক্রমণ নিয়ন্ত্রণ ম্যানুয়াল’ এর মোড়ক উন্মোচন করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার বলেন, হাসপাতালের কর্মরত সকলের সংক্রামক রোগ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশী, তাই স্বাস্থ্য কর্মীদেরকেই এ ব্যপারে সর্বাগ্রে সচেতন হতে হবে। তিনি বলেন, অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের এই উদ্যোগ প্রশংসনীয়। তিনি বিশ্ব হাত স্বাস্থ্য বিধি দিবসের এবারের শ্লোগান ‘জীবন বাঁচান, আপনার হাত পরিস্কার করুন এবং সকলকে উদ্বুদ্ধ করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসুন’ উল্লেখ করে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের সিইও ড. আনানথ এন রাও বলেন, বিশ্বমানের উন্নত হাসপাতাল হিসেবে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল আন্তর্জাতিক প্রটোকল অনুসরণ করে সংক্রমণের বিস্তার রোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক ডা. আকরাম হোসেন। তিনি বলেন, হাসপাতাল সংক্রান্ত সংক্রমণ প্রতিরোধে প্রতিটি হাসপাতালে সংক্রমণ প্রতিরোধ কমিটি থাকতে হবে ও নিয়মিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের এ বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে। সাথে সাথে সাধারণ মানুষকে এ বিষয়ে উদ্বুদ্ধ করার জন্য জনসচেতনতামূলক কর্মসূচির আয়োজন করতে হবে। হাসপাতালে সংক্রান্ত সংক্রমণের কারনে রেজিস্ট্যান্ট জীবাণু গুলো এক রোগী থেকে অন্য রোগী, এক হাসপাতাল থেকে অন্য হাসপাতাল, এক রোগী থেকে পরিবারের অন্য সদস্য, এক হাসপাতাল থেকে বিভিন্ন লোকালয়ে ছড়িয়ে পরতে পরে। তাই জনগণের মধ্যে সচেতনতা সৃষ্টির মধ্য দিয়েই এর বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। অনুষ্ঠানে চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সাহেনা আক্তার এবং অন্যান্যদের উপস্থিতিতে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের নিজস্ব ‘সংক্রমণ নিয়ন্ত্রণ ম্যানুয়াল’ এর মোড়ক উন্মোচন করা হয়। অনুষ্ঠানে সমাপনী বক্তব্য উপস্থাপন করেন সিএমও ডা. প্রকাশ কে এন। অনুষ্ঠান পরিচালনা করেন সৈয়দ ইফতেখার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজাতীয় আইনগত সহায়তা সংস্থা ক্ষতিগ্রস্ত পক্ষকে ১৩৫ কোটি টাকা আদায় করে দিয়েছে
পরবর্তী নিবন্ধঘুমধুমে সীমান্তে মিয়ানমারের তৈরি ৯৬ ক্যান মদ উদ্ধার