অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালে স্ট্রোক সেন্টারের কার্যক্রম শুরু

অধ্যাপক ডা. রবিউল হোসেনকে সম্মাননা প্রদান ।। ‘দেরিতে চিকিৎসা করালে সুফল মেলে না’

| রবিবার , ৩০ অক্টোবর, ২০২২ at ১১:১৫ পূর্বাহ্ণ

‘কারও স্ট্রোক হলে দ্রুত উপযুক্ত হাসপাতালে নিতে হবে’ – এই স্লোগানকে সামনে রেখে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের উদ্যোগে গতকাল শনিবার বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে হাসপাতালের অডিটোরিয়ামে সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে অধ্যাপক প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. রবিউল হোসেন বলেন, মস্তিষ্কের স্ট্রোক চিকিৎসায় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো সময়, দেরিতে চিকিৎসা করালে আশানুরূপ সুফল পাওয়া যায় না। স্ট্রোকের লক্ষণ যদি কারো মধ্যে দেখা যায়, তাহলে তাঁকে দ্রুত হাসপাতালে নিতে হবে। অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতাল চট্টগ্রামে মস্তিষ্কের স্ট্রোক চিকিৎসায় ডেডিকেটেড নিউরো আইসিইউসহ স্ট্রোক সেন্টারের কার্যক্রম শুরু হয়েছে।

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের কনসাল্টেন্ট ডা. ইশতিয়াক আহমেদ তাঁর প্রবন্ধে উল্লেখ করেন, এই হাসপাতালে আইভি থ্রম্বোলাইসিসসহ স্ট্রোকের সব ধরনের আধুনিক চিকিৎসা আছে। কিছু কিছু ক্ষেত্রে আমরা যেটা করছি, তা হলো হার্টে যেমন এনজিওগ্রামের সাহায্যে রিং বসানো হয়, তেমনি মাথার খুলি না কেটে ব্রেইনেও এনজিওগ্রামের সাহায্যে আমরা এই কাজ করছি। এতে আরও প্রবন্ধ উপস্থাপন করেন, চমেক হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের প্রধান অধ্যাপক ডা. এস এম নোমান খালেদ চৌধুরী, তিনি তার প্রবন্ধে উল্লেখ করেন, মস্তিকের রক্তনালির সমস্যার কারণে স্ট্রোক হয়ে থাকে।

সমস্যা দুই ধরনের হতে পারে। কখনো কখনো রক্তনালি বন্ধ হয়ে যেতে পারে বা রক্তনালি ছিড়ে রক্তক্ষরণ হওয়ার কারণেও স্ট্রোক হতে পারে। সেমিনারে প্যানেল অফ এক্সপার্ট হিসেবে বক্তব্য দেন, চমেক হাসপাতালের নিউরোমেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, নর্দার্ন ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসপাতালের আইসিইউ কনসালটেন্ট ও নিউরোসার্জন অধ্যাপক ডা. মো. ফরিদুল ইসলাম। অনুষ্ঠানে চমেক হাসপাতালের নিউরোসার্জারী বিভাগের পক্ষ থেকে কমিউনিটি অপথালমোলজির জনক অধ্যাপক ডা. রবিউল হোসেনকে সম্মাননা জ্ঞাপন করা হয়। প্রশ্ন উত্তর পর্বে অংশ নেন, মেজর ডা. রেজাউল করিম, ডা. দিল আনজিজ, ডা. নাসরিন সুলতানা, ডা. তনিমা রায় প্রমূখ।

অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের একাডেমিক কোওর্ডিনেটর ডা এ কে এম আরিফ উদ্দিন আহমেদের সঞ্চালনায় সমাপনী বক্তব্যে অ্যাপোলো ইমপেরিয়াল হাসপাতালের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের নবনিযুক্ত সিএমও ডা. প্রকাশ কে এন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপ্রবীণদের জ্ঞান ও অভিজ্ঞতা কাজে লাগাতে হবে
পরবর্তী নিবন্ধরাজকীয় কঠিন চীবর দান নিয়ে রাউজানে এলেন থাই উপপররাষ্ট্র সচিব