৪৪তম ডিস্ট্রিক্ট–০৩ কনভেনশন ২০২৪, যা অ্যাপেক্স ক্লাবস অব বাংলাদেশের আয়োজনে এবং অ্যাপেক্স ক্লাব অব সন্দ্বীপের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার চট্টগ্রামের হালিশহরের জেপি কনভেনশন হলে সকাল ৯টা থেকে দিনব্যাপী সেবা, নাগরিকত্ব এবং বন্ধুত্বের মৌলিক মূল্যবোধ সংরক্ষণের নানা আনুষ্ঠানিকতায় এই কনভেনশন অনুষ্ঠিত হয়। জেলা গভর্নর ও কনভেনশন চেয়ারম্যান অ্যাপেক্সিয়ান মোঃ জামাল হোসেনের সভাপতিত্বে কনভেনশনে প্রধান অতিথি ছিলেন অ্যাপেক্স ক্লাব অব বাংলাদেশের জাতীয় সভাপতি–২০২৪ অ্যাপেক্সিয়ান মোঃ আনামুল হক মিলন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাপেক্স ক্লাবস অব বাংলাদেশের জাতীয় সহ–সভাপতি–২০২৪ অ্যাপেক্সিয়ান এম মনিরুল ইসলাম ভূঁইয়া, প্রাক্তন জাতীয় সভাপতি অ্যপেক্সিয়ান মোঃ মাহমুদুল হক সাবু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাপেক্স বাংলাদেশের এলজি ও পিএনপি অ্যাপেক্সিয়ান ডা. জাবিউল হোসেন, অ্যাপেক্সিয়ান মোহিউদ্দিন শাহ আলম নিপু, এলজি অ্যাপেক্সিয়ার এ আর খান, অ্যাপেক্সিয়ান আয়াজুর রহমান, পিএনপি ইলিয়াস জাশিম, আইপিডিজি–০৩ অ্যাপেক্সিয়ান শেখ আখতারুজ্জামান পারভেজ। কনভেনশন সফলভাবে আয়োজনে নেতৃত্ব দেন আয়োজক কমিটি ২০২৪–এর চেয়ারম্যান অ্যাপেক্সিয়ান মোঃ শাহাদাত হোসেন, সচিব অ্যাপেক্সিয়ান মোঃ নাজরুল ইসলাম, কোষাধ্যক্ষ অ্যাপেক্সিয়ান মোহাম্মদ আবদুল কাদের, স্মরণিকা সম্পাদক অ্যাপেক্সিয়ান এম এ মান্নান নাবিল। কনভেনশনে অ্যাপেক্স সমপ্রদায়ের বিশিষ্ট অতিথিদের পাশাপাশি সাংবাদিক, ব্যবসায়ী এবং শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন। কনভেনশনে নেতৃত্ব, ঐক্য এবং সমাজসেবার গুরুত্বকে তুলে ধরে বক্তব্য রাখেন অতিথিবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।