ইলেকট্রিক ডান্স মিউজিক এখন বিশ্বজুড়ে সমাদৃত। এই ধারার বাংলা গান তৈরি করে দুই সহোদর বেশ সুনাম কামাচ্ছেন। দুই ভাই শেখ সামি মাহমুদ এবং শেখ শফি মাহমুদের মূল পরিচিতি ‘অ্যাপিরাস’ জুটি নামে। যে জুটি এবার হাজির হচ্ছেন নতুন গান ‘যাইয়ো না’ নিয়ে।
ভ্রাতৃদ্বয়ের সুর–সংগীতে বিশেষ গানটিতে কণ্ঠ দিয়েছেন নিলয়। কথা লিখেছেন সামি। আব্দুল্লাহ হৃদয়ের নির্দেশনায় তৈরি হলো একটি ভিডিও। যাতে নিলয়কে মাঝে রেখে মডেল হয়েছেন সামি ও শফি।
গানটি নির্মাণ প্রসঙ্গে সামি মাহমুদ বলেন, ২০২৩ সালের শেষের দিকে ‘যাইও না’ গানটি লেখা শুরু করি। প্রথমে সুর, পরে আমরা মিউজিক প্রোডাকশনে এগিয়ে যাই। শুরুতে আমরা একজন বিশেষ কণ্ঠশিল্পী খুঁজছিলাম, যিনি গানটির জন্য উপযুক্ত হবেন। আর তখনই আমরা নিলয় ভাইকে প্রস্তাব দিই। তার দুর্দান্ত কণ্ঠ আমাদের প্রত্যাশাকে ছাড়িয়ে গেছে। আমরা গানটির জন্য বেশ আশাবাদী।
গানটি গেয়ে নিলয়ও বেশ খুশি। তিনি বলেন, আমার এ পর্যন্ত গাওয়া অন্যতম একটি গান হতে যাচ্ছে এটি। গানটি ভীষণ সুন্দর সুর করেছে সামি ও শফি। অনেকদিন পর নিজের গাওয়া কোনও গানের মিউজিক ভিডিওতে সরাসরি অংশগ্রহণ করে খুবই আনন্দিত।
‘যাইও না’ সংশ্লিষ্টরা জানান, ১২ সেপ্টেম্বর গানটির অডিও এবং ভিডিও উন্মুক্ত হচ্ছে অ্যাপিরাস ভেভো, ইউটিউব চ্যানেল, স্পটিফাই, অ্যাপল মিউজিক, টিডাল ও অ্যামাজন মিউজিকে।