বিভ্রাটের কবলে পড়েছিল ‘অ্যাপল আইক্লাউড’। নতুন ডিভাইস সেটআপ করতে সমস্যার সম্মুখীন হচ্ছিলেন ব্যবহারকারীরা। মোট ৩২ ঘণ্টারও বেশি অ্যাকাউন্ট অ্যাক্টিভেশনে ব্যর্থ হয়েছেন তারা। সমস্যার ব্যাপারে টুইটারে অভিযোগ জানাতে শুরু করেন অনেক ব্যবহারকারী। পরে অবশ্য সমস্যার সমাধান হয়েছে। বিজনেস ইনসাইডার এক প্রতিবেদনে উল্লেখ করেছে, বর্তমানে আইক্লাউড ঠিক হয়েছে এবং চলছে। অ্যাপল ইনসাইডার জানিয়েছে, অনেক ব্যবহারকারীকেই আইক্লাউড অ্যাকাউন্ট তৈরির জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে, অন্যান্যরা তৈরিই করতে পারেননি। বিভ্রাটের খবর নিশ্চিত করেছে অ্যাপল সাপোর্ট-ও। এক টুইট বার্তায় অ্যাপল সাপোর্ট লিখেছে, ‘আমরা এ মুহূর্তে উচ্চ ধারণক্ষমতার সম্মুখীন হয়েছি যা আপনার আইক্লাউড সেটআপ সক্ষমতাকে বাধাগ্রস্থ করছে। আবার কয়েক ঘণ্টা পর চেষ্টা করুন।’ খবর বিডিনিউজের।
বিজনেস ইনসাইডার বলছে, সমস্যাটির কারণে একাধিক অ্যাপল ডিভাইসে প্রভাব পড়েছে। তবে, সিস্টেম পেইজে আইক্লাউডের অন্য অংশ বা অন্য কোনো অ্যাপল সেবায় সমস্যা হতে দেখা যায়নি। প্রায় ৩২ ঘণ্টা পর সমস্যার অবসান হয়। অ্যাপল এক স্ট্যাটাস আপডেটে জানায়, সমস্যাটির ‘সমাধান’ হয়েছে। তবে, সমস্যাটির পরিসর কতোটা বিস্তৃত ছিল তা জানা যায়নি।