অ্যান্ড্রয়েড ফোনে উইন্ডোজ ইলেভেন!

| সোমবার , ৫ জুলাই, ২০২১ at ৬:৪৯ পূর্বাহ্ণ

মাইক্রোসফটের নতুন অপারেটিং সিস্টেম উইন্ডোজ ইলেভেন স্মার্টফোনেও ব্যবহৃত হচ্ছে। সমপ্রতি এআরএম চিপ ব্যবহার করে অনেক ব্যবহারকারী এর গেমস খেলতে পারছেন। গত শুক্রবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
জানা গেছে, উইন্ডোজ টেনের অপারেটিং সিস্টেম লুমিয়া ৯৫০ এঙএল এবং অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ওয়ানপ্লাস সিঙ ও ওয়ানপ্লাস সিঙ টি, শাওমি এমআই ফোর-সহ অন্যান্য স্মার্টফোনে অনেক ব্যবহারকারী উইন্ডোজ ইলেভেনের গেমস খেলতে পারছেন।
গত ২৪ জুন উইন্ডোজ ইলেভেন বাজারে নিয়ে এসেছে মাইক্রোসফট। সে সময় বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়, নতুন প্রজন্মের উইন্ডোজটিতে অ্যান্ড্রয়েড অ্যাপ, ভিডিও কনফারেন্স কল মাইক্রোসফট টিম ব্যবহারের সুবিধাসহ একাধিক নতুন সুবিধা রয়েছে। তবে বাজারে আসার আগেই এর ডিজাইন ফাঁস হয়ে যাওয়ায় তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্টরা উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। সে উদ্বেগ কাটিয়ে উঠে তারা এখন নতুনভাবে স্বপ্ন দেখছেন সংশ্লিষ্টরা। তারা বলেন, নতুন প্রজন্মের উইন্ডোজটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করবে।
সমপ্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির খবরে জানা গেছে, উইন্ডোজ ইলেভেনে ‘ব্লু-স্ক্রিনের’ বদলে ‘ব্ল্যাক-স্ক্রিন’ রাখা হয়েছে। অর্থাৎ স্টার্টিংয়ে দেখা যাচ্ছে ‘ব্ল্যাক-স্ক্রিন’।
এর আগে নোকিয়ার সঙ্গে চুক্তিবদ্ধ হয়ে মাইক্রোসফট বাজারে এনেছিল স্মার্টফোনে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারের সুবিধা। আর সেই ধারা বজায় রেখেই এবার মাইক্রোসফট নিজে থেকেই স্মার্টফোনে উইন্ডোজ ব্যবহারের ধারা অন্তর্ভুক্ত করেছে। ব্রিংসিং দলের ফেলো-প্রকৌশলী মন্স বলেন, স্মার্টফোনে উইন্ডোজ ব্যবহারের এই ধারা শুরু হয়েছিল উইন্ডোজ টেন বাজারে আসার পর থেকে। বর্তমানে এই সফটওয়্যার লুপ্তপ্রায়। দ্য ভার্জের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মন্স ও তার দল অ্যান্ড্রয়েডে উইন্ডোজ টেন ও উইন্ডোজ ইলেভেন ব্যবহারের জন্য একটি ওয়েবসাইট তৈরি করেছেন।

পূর্ববর্তী নিবন্ধপ্রস্তুতি ম্যাচে ব্যাটে-বলে উজ্জ্বল সাকিব
পরবর্তী নিবন্ধএবার তিনি কবি