অ্যান্ড্রয়েড নদী

কুমকুম দত্ত | শুক্রবার , ২১ নভেম্বর, ২০২৫ at ৬:২৪ পূর্বাহ্ণ

সময় কেটে ধমনী শিরাউপশিরা বিরহ ব্যথা

প্রতীক্ষা প্রতিদিন

পথের দূরত্ব দীর্ঘশ্বাসের গল্প বহুদূর প্রেম অক্ষমতা;

চোখের দূরত্ব যতদূর যায় খরস্রোতে ছায়া ইন্দ্রজাল

অচেনা আঁধার পথ নিরবধি হৃদয় শরৎ বন্দনা গীত,

মন অ্যান্ড্রয়েড নদী ঢেউ নিঃসঙ্গতা কথার হাহাকার ;

প্রেম রচিত কাশফুল শরতের বেদনায় বিশুদ্ধ সংগীত

পূর্ববর্তী নিবন্ধযূথচারী ঠোঁট
পরবর্তী নিবন্ধনিম সালুনের দেশ