সাধারণত একই দিনে একাধিক সিনেমার মুক্তির তারিখ পড়লে তার মধ্যে কোনো একটির তারিখ পরিবর্তন করা হয়। বক্স অফিসের হিসাব–নিকাশ মাথায় রেখে নির্মাতা–প্রযোজকরা কাজ করেন। কিন্তু ব্যতিক্রম দেখা যাচ্ছে এবার। বলিউড হাঙ্গামা বলছে, ভারতে ডিসেম্বরের ১ তারিখে মুক্তি পাচ্ছে রাণবীর কাপুরের ‘অ্যানিমাল’ এবং ভিকি কৌশলের ‘স্যাম বাহাদুর’। এছাড়া মনোজ বাজপেয়ীর সিনেমা ‘জোরাম’ মুক্তির তারিখও পড়েছে ওই দিনে। এই তিনটির মধ্যে রাণবীরের ‘অ্যানিমাল’ এবং ভিকির ‘শ্যাম বাহাদুর’ একের অন্যের সঙ্গে টক্কর দেবে বলে ভাবছেন হিন্দি সিনেমার বাণিজ্য বিশ্লেষকরা। খবর বিডিনিউজের।
নির্মাতা সন্দীপ রেড্ডি ভাঙ্গা তার ‘অ্যানিমাল’ সিনেমা মুক্তির তারিখ বদলেছেন কয়েকবার। কারণ সিনেমায় ভিজ্যুয়াল ইফেক্টসের ব্যবহার আর পোস্ট প্রোডাকশন কাজ নির্মাতাকে সন্তুষ্ট করতে পারছিল না। দ্বিতীয় কারণ নির্মাতা সন্দীপ নিজে। তার প্রথম হিন্দি সিনেমা ‘কবীর সিং’ নিয়ে নানা বিতর্ক হয়েছিল। সন্দীপ বলেছেন ‘অ্যানিমাল’ নিয়ে আরও পরীক্ষা–নিরীক্ষা করেছেন তিনি, তাই বিতর্ক ‘প্রত্যাশিত’।
এছাড়া সিনেমার খল চরিত্র ববি দেওল তার লুক আর অভিনয় দিয়ে ‘অ্যানিমাল’কে আলোচনায় এনেছেন।
ভারতের প্রয়াত সেনাপ্রধান ফিল্ড মার্শাল শ্যাম মানেকশ’র বায়োপিক হল ‘স্যাম বাহাদুর’। ভিকি কৌশল সিনেমায় হয়েছেন স্যাম মানেকশ। বড়দিনের মাস পেরিয়ে আগামী ৮ ডিসেম্বর মুক্তি পাচ্ছে ক্যাটরিনা কাইফের ‘মেরি ক্রিসমাস’ এবং সিদ্ধার্থ মালহোত্রার ‘যোদ্ধা’।