করোনায় আক্রান্ত হয়ে চন্দনাইশের বিশিষ্ট আইনজীবী অ্যাড. হারুনুর রশিদ চৌধুরী (৭৩) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি… রাজিউন)। গতকাল রোববার ভোরে নগরীর জেনারেল হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। গতকাল বাদে জোহর নগরীর মহসিন কলেজ মাঠে প্রথম নামাজে জানাযা ও বাদে আছর গ্রামের বাড়ি পশ্চিম বৈলতলীতে দ্বিতীয় নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।