অ্যাড. ফিরোজ আহমদ চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ

| বুধবার , ২২ ডিসেম্বর, ২০২১ at ১০:৩৭ পূর্বাহ্ণ

সাবেক পূর্ব পাকিস্তান আইন পরিষদের সদস্য অ্যাডভোকেট ফিরোজ আহমদ চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। তার জন্ম কক্সবাজার জেলার জমিদার পরিবার পেকুয়ার গুরামিয়া চৌধুরীর ঘরে। ৮১ বছর বয়সে ২০০২ সালের ২২ ডিসেম্বর কঙবাজার শহরের লালদীঘির পাড়স্থ হোটেল প্যানোয়া সংলগ্ন নিজ বাসভবনে ইন্তেকাল করেন। তিনি পেকুয়ার জিএমসি ইনস্টিটিউট থেকে ১৯৪২ সালে প্রবেশিকা, চট্টগ্রাম কলেজ থেকে ইন্টারমিডিয়েট, কলকাতা সেন্ট জেভিয়াস থেকে বিএ, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ এবং ১৯৫২ সালে মেধা তালিকায় তৃতীয় স্থানসহ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি পাশ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধছয় দিনের সফরে আজ মালদ্বীপ যাচ্ছেন প্রধানমন্ত্রী
পরবর্তী নিবন্ধবীর মুক্তিযোদ্ধারা জাতির সূর্য সন্তান