বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট ডিভিশনের বিচারপতি জে বি এম হাসান বলেছেন, অ্যাডভোকেট মাহমুদুর রহমান ছিলেন একজন নিরলস সমাজ কর্মী, শিক্ষাবিদ ও আইনবিদ। তিনি কক্সবাজার জেলার হলেও চট্টগ্রামসহ সারাদেশের আইনজীবীদের জন্য একজন আইডল ছিলেন। একজন নিরহংকার, নিলোর্ভ ও পরোপকারী ব্যক্তি হিসেবে তিনি সকলের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। আইন পেশার পাশাপাশি সামাজিক ও সংস্কৃতিক এবং সংগঠক হিসেবে ব্যাপক কাজে সময় দিতেন তিনি। তাঁর মতো আইনজ্ঞ ও সমাজ কর্মী বর্তমানে খোঁজে পাওয়া বিরল। আল্লাহ যেন মরহুম মাহমুদুর রহমানকে জান্নাতের সর্বোচ্চ স্থানে সমাসীন করেন সে জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি। কক্সবাজার সমিতি চট্টগ্রামের উদ্যোগে কক্সবাজার সমিতির সাবেক সভাপতি ও প্রধান উপদেষ্টা এ্যাডভোকেট মাহমুদুর রহমানের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিচারপতি জে বি এম হাসান এসব কথা বলেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় চট্টগ্রাম প্রেস ক্লাব ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে কক্সবাজার সমিতি চট্টগ্রামের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার নওরোজ মো. রাসেল চৌধুরী, চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত দায়রা জজ বিচারপতি সরওয়ার আলম, অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারপতি মোহাম্মদ আবু হান্নান, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক হাফেজ বোরহান উদ্দিন মোহাম্মদ আবু আহসান। বক্তব্য রাখেন ব্যারিস্টার তাইমর মাহমুদ, সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক নাজেমুল হক। কোরআন তেলাওয়াত করেন মোহাম্মদ আয়াজ উদ্দিন, মোহাম্মদ শফিউল আলম, এডভোকেট মোহাম্মদ ছমিউদ্দিন, আবু ওয়ালিদ মোহাম্মদ হারুন, ইয়াছিন সিদ্দিক প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।











