মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বৃহত্তর চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর (পিপি) এবং তথ্য ও সমপ্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপির পিতা অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদারের ১১তম মৃত্যুবার্ষিকী আজ। এই উপলক্ষে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার সুখবিলাস উচ্চ বিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা শিক্ষানুরাগী এই সমাজসেবকের আত্মার শান্তিকামনা করে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর নগরীর বাসভবনের পাশে মৌসুমী আবাসিক এলাকার আলিফ মিম জামে মসজিদ, চট্টগ্রাম কোর্টবিল্ডিং জামে মসজিদ এবং রাঙ্গুনিয়ায় নিজ বাসভবনে কোরআন খতম ও দোয়া মাহফিল আয়োজন করেছে মরহুমের পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। এতে সকল আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন তাঁরা।
প্রথিতযশা এই আইনজীবীর ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে অ্যাডভোকেট নুরুচ্ছফা তালুকদার স্মৃতি সংসদ চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আজ বুধবার বিকাল তিনটায় স্মরণসভার আয়োজন করেছে। এতে প্রধান অতিথি থাকবেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। বিশেষ অতিথি থাকবেন চসিক মেয়র মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী। এছাড়া চট্টগ্রামস্থ রাঙ্গুনিয়া সমিতির আয়োজনে স্মরণসভা আগামী ৪ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল তিনটায় রাঙ্গুনিয়া পৌরসভাস্থ অ্যাড. নুরুচ্ছফা তালুকদার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ৫ ফেব্রুয়ারি শনিবার রাঙ্গুনিয়ার পদুয়ার ফলাহারিয়া হযরত পাঠান আউলিয়া মাদ্রাসায় এই উপলক্ষে খতমে কোরআন, দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হবে।