অ্যাডভোকেট আব্দুল মতিন

| মঙ্গলবার , ২০ এপ্রিল, ২০২১ at ১০:৪৮ পূর্বাহ্ণ

বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আব্দুল মতিন (৮২) গতকাল সোমবার সকাল ৬টা ২০ মিনিটে ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ মেয়ে ও এক ছেলে রেখে যান।
সুদীর্ঘ ৫০ বছরের আইন পেশায় অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ তাকে গত ২০ জানুয়ারি চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি সম্মাননা প্রদান করেছে। গুরুতর অসুস্থ অবস্থায় তিনি তার মৃত্যুর আশঙ্কা করে মৃত্যু সংবাদ দৈনিক আজাদীতে প্রকাশের অনুরোধ জানান। চট্টগ্রামস্থ হিলভিউ জামে মসজিদে গতকাল বাদ আসর মরহুমের জানাজা শেষে মসজিদ সংলগ্ন হিলভিউ কলোনির কবরস্থানে দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসোলায়মান সওদাগর
পরবর্তী নিবন্ধচবির সহকারী রেজিস্ট্রার নুরুল আলমের ইন্তেকাল