অ্যাডভোকেটজানে আলমের ইন্তেকাল

| বৃহস্পতিবার , ৩০ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৫২ পূর্বাহ্ণ

নগরীর পতেঙ্গা থানাধীন মাইজপাড়া নিবাসী বীর মুক্তিযোদ্ধা, গণফোরাম চট্টগ্রাম মহানগর কমিটির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জানে আলম (৬৫) গত ২৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাত পৌনে ১০টায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি….রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ২ মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। গতকাল বুধবার বাদে জোহর পতেঙ্গা মাইজপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এহসান মুরাদের নেতৃত্বে পতেঙ্গা থানা পুলিশের একটি চৌকষ দল বীর মুক্তিযোদ্ধা মরহুম অ্যাডভোকেট জানে আলমকে গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে মরহুমের পুত্রের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেন পতেঙ্গা থানা পুলিশ। এসময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। এরপর মাইজপাড়া জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে মরহুমের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবিশ্ব নৌ দিবস আজ
পরবর্তী নিবন্ধঅধিকার বঞ্চিতদের পাশে দাঁড়িয়েছে সার্ক মানবাধিকার ফাউন্ডেশন