অ্যাকশন সিনেমায় আদর আজাদ

| বৃহস্পতিবার , ২২ অক্টোবর, ২০২০ at ৯:৪০ পূর্বাহ্ণ

কিছুদিন আগে পরিচালক ইয়াসির আরাফাত জুয়েলের নতুন ওয়েব সিনেমা ‘চিতকার’ এর শুটিং সম্পন্ন করেছেন অভিনেতা আদর আজাদ। এতে তিনি জুটি বেঁধেছেন অভিনেত্রী আঁচল আঁখির সঙ্গে। সমপ্রতি নতুন আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন উদীয়মান এই অভিনেতা। ‘পোড়া অন্তর’ নামের সিনেমাটি পরিচালনা করবেন বজলুর রাশেদ চৌধুরী। এতে আদরের বিপরীতে অভিনয় করছেন অরিন। খবর বাংলানিউজের।
বিষয়টি নিশ্চিত করে আদর আজাদ বলেন, বজলুর রাশেদ চৌধুরী স্যারের সঙ্গে প্রথমবার কাজ করতে যাচ্ছি। সিনেমাটির গল্পটি আমার খুব পছন্দ হয়েছে। অন্য গল্পের চেয়ে এটিকে আলাদা করা যাবে সহজেই। সব ঠিক থাকলে দর্শককে একটি ভালো কাজ উপহার দিতে পারব বলে মনে করছি।
বজলুর রাশেদ চৌধুরী বলেন, গল্পের প্রয়োজনে অ্যাকশন ও গানের সমন্বয় করে সিনেমাটি নির্মাণ করতে যাচ্ছি। নতুন প্রজন্মের অভিনয়শিল্পীদের মধ্যে আদরের অভিনয় আমাকে মুগ্ধ করে। অরিনও বেশ ভালো অভিনয় করেন। তাদের দুজনকে নিয়ে আমি খুব আশাবাদী।
‘পোড়া অন্তর’ প্রযোজনা করছে কে বি মাল্টিমিডিয়া। আজ বৃহস্পতিবার থেকে ঢাকায় অ্যাকশন থ্রিলার ধাঁচের সিনেমাটির শুটিং শুরু হচ্ছে।

পূর্ববর্তী নিবন্ধসৌমিত্রের মস্তিষ্কের চেতনা কমেছে
পরবর্তী নিবন্ধ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ শেষ হচ্ছে