অহেতুক আবদার

আলেয়া আরমিন আলো | বৃহস্পতিবার , ২৮ সেপ্টেম্বর, ২০২৩ at ৯:১১ পূর্বাহ্ণ

তবুও বেহায়ার মতো জীবনকেই আঁকড়ে ধরি

যদিও জীবনের ক্তপ্ত মরুপথে

নিত্যই কাঁটাযুক্ত ক্যাকটাস মাড়িয়ে

দুপায়ে রক্ত ঝরিয়েও একটু স্বস্তির আশা করি।

ও জীবন !

তুই কি এ ক্লান্ত পথিককে খানিকটা সুখসুধায়

একটিবারও জড়িয়ে ধরতে পারিস না?

আমি তো কতবার….কত বাহানায়

কতই না ছলনায়

তোর দেয়া দুঃখের গ্লানি ভুলে থাকি

ব্যথাহত হৃদয়ানলের ধোঁয়াশা ক্যানভাসে

নিরানন্দেও কেবল হাসিরই রেখা আঁকি।

আহা রে জীবন !

তুই কি একবারও আমায় কষ্ট না পোষার

একখানা বাহানা দিতে পারিস না?

এতটুকু সুখানন্দের রঙ যদি চলার পথে

ছড়িয়ে রাখিস

ক্যাকটাসের কাঁটার পরিবর্তে যদি

মোলায়েম দূর্বা ঘাসের সবুজ নব জন্ম দিস

রূঢ় বাস্তবতার নিরাশার পথেও সুখ স্বপ্নে হাঁটবো

ভুলগুলিকে না হয় ফুল ভেবেই

চোরাবালির সংসারেই খুব আনন্দে বাঁচবো।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধএই শহরে