আন্তর্জাতিক অহিংসা দিবস–২০২৪ পালন উপলক্ষে প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে গতকাল সকাল ১০টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মোহাম্মদ হোসেন মিয়া, মোহাম্মদ শাহজাহান, বাবুল দাশ, মোহাম্মদ মতিউর রহমান, জাহেদ হোসেন, আব্দুল হান্নান, ইউসুফ আলী, মোজাম্মেল হক, নারায়ণ দত্ত, শাহনাজ বেগম, দীপ্তি দত্ত ও রোজিনা আক্তার।
সভাপতির বক্তব্যে হায়দার আলী চৌধুরী বলেন, ২০০৪ সালের জানুয়ারি মাসে ইরানের নোবেল বিজয়ী শিরীন এবাদির প্রস্তাবনায় ২০০৭ সালে জাতিসংঘের সাধারণ সভায় মহাত্মা গান্ধীর জন্মদিন আন্তর্জাতিক অহিংসা দিবস হিসেবে পালন করতে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানানো হয়। বিশ্ব হতে হিংসা বিদ্বেষ, মারামারি হানাহানি অসহিষ্ণুতা ও রক্তপাত বন্ধ করার জন্য বিশ্ববাসীকে সচেতন করতে প্রতি বছর আন্তর্জাতিক অহিংসা দিবস পালিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।