মানুষের একটি মারাত্মক ব্যাধি ‘অহংকার’। অহংকার করে জেনেও কোনো ব্যক্তিই অহংকারী হিসেবে চিহ্নিত হতে চায় না। এটি এমন এক মারাত্মক মানসিক ও চারিত্রিক রোগ; যার পরিণাম খুবই ভয়াবহ। অহংকারী ব্যক্তি চরম ঘৃণিত ও লাঞ্ছিত। যার অন্তরে অণু পরিমাণ অহংকার থাকে সে ব্যাক্তি ইহকাল পরকাল কোন কালেই শান্তি পাবে না। নিয়তি কোনও সুযোগের বিষয় নয়; এটি পছন্দের বিষয়। এটি অপেক্ষা করার জিনিস নয়, এটি অর্জন করার জিনিস। ভাগ্যকে ঘষে সাফ করার উপায় নেই। মানুষ কদাচিত একইসঙ্গে ভালো ভাগ্য ও শুভবুদ্ধি আশীর্বাদস্বরূপ লাভ করে থাকে। আমরা যখন দুর্দশাগ্রস্ত হই তখনই বারবার ভাগ্যের কথা স্মরণ করি।অক্ষম লোকেরাই ভাগ্যের উপর নির্ভর করে। আমি মনে করি অহংকার করে বোকা মানুষ। অর্থ নিয়ে অহংকার না করে নিজের শারীরিক সক্ষমতা কে নিয়ে অহংকার করা উচিত। দুই দিনের এই দুনিয়ায় আমরা মেহমান।