অসৎ নেতৃত্ব জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে

চিকনদণ্ডী বিএনপির ঈদ পুনর্মিলনীতে ফজলুল হক

হাটহাজারী প্রতিনিধি | রবিবার , ৬ এপ্রিল, ২০২৫ at ৯:২৮ পূর্বাহ্ণ

হাটহাজারীর ১২নং চিকনদন্ডী বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এস এম ফজলুল হক বলেছেন, হাটহাজারীবাসী হতাশ হবেন না, বিগত আন্দোলন সংগ্রামে রাজপথে ত্যাগবিসর্জন দেয়া কর্মীদের মূল্যায়নের মাধ্যমে হাটহাজারীতে বিএনপির সততার নেতৃত্ব সৃষ্টি করা হবে। ২৪ সালে যারা ফুতকার মত আবিস্কার হয়েছে তারা ইতিমধ্যেই ডাস্টবিনে পতিত হয়েছে। অসৎ নেতৃত্ব জনসাধারণ ঘৃণাভরে প্রত্যাখ্যান করে। তিনি গত ৩ এপ্রিল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। মনছুর চৌধুরীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা ছিলেন মাহবুবুল আলম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন হারুন অর রশীদ চেয়ারম্যান, জাকের হোসেন চেয়ারম্যান, এম খায়রুন্নবী, মো. ইব্রাহিম, এম ইলিয়াছ আলী, মো. গিয়াস উদ্দিন, মজিবুল হক বাবুল, সৈয়দ সরওয়ার, হারুন অর রশীদ, সৈয়দ নাজিম উদ্দিন, নুরুল আলম মেম্বার, মিনুয়ারা বেগম, সেলিম উদ্দিন, শাহ আলম চৌধুরী, সরওয়ার জাহান পুতুল, এস এম মহিউদ্দিন, মোরশেদ মেম্বার, শাহ আলম, জুয়েল খান, সাইফুল তালুকদার, ইঞ্জিনিয়ার মাহফুজ আলম, মো. আজম, একরাম মুনসী, মো. এয়াছিন, শাহজাহান খান, মো. আবদুল, এম এ ছালাম, মো. হারুন, সেলিম তালুকদার, আইয়ূব পাভেল, আবদিল মাবুদ শিমুল, শফিকুল ইসলাম বাবু, নাজিম উদ্দিন, মোজাহিন, রায়হান উদ্দিন, মিনহাজ মাসুম বাবু, শাহনেওয়াজ মুন্না, জিয়াউদ্দিন মিজান। সৈয়দ সরওয়ার ও জাহাঙ্গীর আলমের যৌথ সঞ্চালনায় বক্তব্য দেন, মোহাম্মদ রফিক, মো. বশির, সাহেদ হোসেন, আনু নাছের ইমু, খালেদ রিজভী, সাজ্জাদ হোসেন জনি, নুরুল হুদা হৃদয়, নুরুন্নবী সাকিব, মো. বাবলু, আকাশ চৌধুরী, সাহেদ হোসেন।

পূর্ববর্তী নিবন্ধসিওসি ৮৬’ র বন্ধু সভা
পরবর্তী নিবন্ধমা ও শিশু হাসপাতাল পরিদর্শনে সমাজকল্যাণ সচিব