নগরীতে অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরিসহ বিভিন্ন অনিয়মের দায়ে ৭ প্রতিষ্ঠানকে ১ লাখ ৩ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জেলা প্রশাসন। গতকাল পৃথক অভিযান চালিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়। জেলা প্রশাসনসূত্র জানায়, বাকলিয়া থানাধীন রাজাখালী এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করেন চট্টগ্রামের সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমরান মাহমুদ ডালিম। এ সময় লাইসেন্সের শর্তভঙ্গ করে অস্বাস্থ্যকর পরিবেশে জীবন ও স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পদ্ধতিতে সেমাই তৈরি করায় একটি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা এবং অপর একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া খাবারে কাপড়ের রঙ ব্যবহারসহ অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য বিক্রি করায় একটি হোটেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
একইদিন নগরীর কাজীর দেউরি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ জাহান সিকদার ও রাইয়ান ফেরদৌস। এ সময় মূল্য তালিকা প্রদর্শন না করা, পাকা রশিদ সংরক্ষণ না করাসহ নানা অসঙ্গতি ও অনিয়মের জন্য কৃষি বিপণন আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ৩টি প্রতিষ্ঠানকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া কাট্টলী সার্কেলের এসিল্যান্ড মোহাম্মদ মেহেদী হাসান ও একটি অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন, ২০১৮ এর অধীনে ১টি মামলায় একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযান চলাকালে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিক্রেতাদের সতর্ক করা হয় এবং ভোক্তাদের অধিকার সম্পর্কে সচেতন করা হয়।