অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি, ২ লাখ টাকা জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ৬ এপ্রিল, ২০২৩ at ৫:৩১ পূর্বাহ্ণ

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির দায়ে চাক্তাই এলাকার ডায়মন্ড সেমাই ফ্যাক্টরি নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকার জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এছাড়া একই অভিযানে মূল্য তালিকা না থাকায় দুই গরুর মাংস বিক্রেতাকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

গতকাল চলা এ অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী পরিচালক মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেবনাথ। ফয়েজ উল্যাহ জানান, চাক্তাই এলাকার ডায়মন্ড সেমাই ফ্যাক্টরিতে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। এছাড়া এসব সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে অননুমোদিত কেমিক্যাল। আবার প্যাকেটের গায়েও ছিল না মূল্য। তাই প্রতিষ্ঠানটিকে জরিমানা করা হয়। এছাড়া তুলাতলি জামাই বাজারে দুটি মাংসের দোকানে মূল্য তালিকা না থাকায় ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে বলে জানান তিনি।

পূর্ববর্তী নিবন্ধজাহান্নামে যাচ্ছে যুক্তরাষ্ট্র
পরবর্তী নিবন্ধঢাকা-চট্টগ্রাম হাই স্পিড রেললাইন নির্মাণে আগ্রহী চীন