অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন, নকল লোগোয় মোড়কজাত

হামজারবাগে পারভেজ ফুড প্রোডাক্টসকে জরিমানা

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২ ডিসেম্বর, ২০২৫ at ৪:৪২ পূর্বাহ্ণ

নগরীতে হামজারবাগ এলাকায় দীর্ঘদিন ধরে গোপনে নিবন্ধন ছাড়া অস্বাস্থ্যকর পরিবেশে শিশুখাদ্য উৎপাদন এবং বিভিন্ন কোম্পানির লোগো নকল করে মোড়কজাত করে আসছে মোহাম্মদ আবুল কালামের মালিকানাধীন মেসার্স পারভেজ ফুড প্রোডাক্টস লিমিটেড নামে একটি প্রতিষ্ঠান। গতকাল সোমবার জেলা প্রশাসন এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল ফেরদাউস এ অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মোহাম্মদ ফারহান ইসলাম ছাড়াও স্যানিটারি ইন্সপেক্টর ও দায়িত্বপ্রাপ্ত নিরাপদ খাদ্য পরিদর্শক ইয়াছিনুল হক চৌধুরী, সিটি কর্পোরেশন এবং সিএমপির টিম উপস্থিত ছিল।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তা মোহাম্মদ ফারহান ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে যথাযথ নিবন্ধন ছাড়াই খাদ্যপণ্য, বিশেষত শিশুখাদ্য উৎপাদন এবং বাজারে প্রচলিত বিভিন্ন কোম্পানির লোগো নকল করে মোড়কজাত ও বাজারজাত করে আসছে প্রতিষ্ঠানটি। গুরুতর এসব অসঙ্গতি পরিলক্ষিত হওয়ায় মালিকপক্ষকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধতিন শতাধিক অবৈধ ভলগেটে পণ্য পরিবহন
পরবর্তী নিবন্ধপলাতক ২ আসামির বিরুদ্ধে ফের হুলিয়া ও ক্রোকী পরোয়ানা জারি