অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল চানাচুর চিপস, ২ লাখ টাকা জরিমানা

সাতকানিয়ার রফিক চানাচুরের কারখানায় অভিযান

সাতকানিয়া প্রতিনিধি | মঙ্গলবার , ৯ ডিসেম্বর, ২০২৫ at ৭:২২ পূর্বাহ্ণ

সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাত করায় একজনকে ২ লক্ষ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাট এলাকায় রফিক চানাচুরের কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্বে দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান। জানা যায়, দস্তিদার হাট এলাকায় রফিক চানাচুর কারখানায় দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মানহীন চানাচুর, চিপস ও মুড়ির মোয়াসহ বিভিন্ন ধরনের খাদ্য উৎপাদন করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান সেখানে অভিযান চালান।

এসময় ভ্রাম্যমাণ আদালত কারখানার মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করেন। ভ্রাম্যমান আদালতে নেতৃত্বদানকরী নির্বাহী ম্যাজিস্ট্রেট খোন্দকার মাহমুদুল হাসান জানান, অস্বাস্থ্যকর পরিবেশে অপরিষ্কার কাঁচামাল ব্যবহার করে মান নিয়ন্ত্রণ ছাড়াই বিভিন্ন খাদ্য উৎপাদন ও বাজারজাত করে আসছিল। এজন্য কারখানার মালিককে তাৎক্ষণিক ভাবে ২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধচুয়েটে ‘উচ্চশিক্ষা ও গবেষণা’কমিটির সভা
পরবর্তী নিবন্ধসমুদ্রে নিখোঁজ শিক্ষার্থী অরিত্রের সন্ধানে আবার উদ্ধার তৎপরতা শুরুর দাবি