বিভিন্ন অপরাধে একটি হোটেল, একটি বেকারি ও তিনটি ফার্মেসিহ নগরের সাত প্রতিষ্ঠানকে এক লাখ ৩৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির চট্টগ্রাম বিভাগ ও জেলা কার্যালয় এর উদ্যোগে গতকাল রোববার অক্সিজেন মোড় এলাকায় পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। এসময় দণ্ডিত ‘আল্লার দান বেকারি’ বন্ধ করে দেয়া হয়।
অভিযানে অংশ নেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর উপ–পরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো. আনিছুর রহমান, মাহমুদা আক্তার ও রানা দেবনাথ।
সংশ্লিষ্টরা জানান, অতি–অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য প্রক্রিয়াকরণ ও উৎপাদন করায় আল্লার দান বেকারি’কে এক লাখ টাকা জরিমানা করার পাশাপাশি প্রতিষ্ঠানটি সাময়িক সময়ের জন্য বন্ধ করা হয়। এছাড়া অপরিষ্কার ও অপরিচ্ছন্নতার জন্য মদিনা হোটেলকে দু্ই হাজার টাকা এবং মূল্য তালিকা না থাকায় আজগরের মাংসের দোকনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে অনুমোদিত ওষুধ বিক্রি করায় অক্সিজেন ফার্মেসি’কে ছয় হাজার টাকা, মেয়াদোর্ত্তীণ ও সাম্পল–এর ওষুধ বিক্রি করায় মেসার্স আল মদীনা ফার্মেসি’কে ২০ হাজার টাকা এবং মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ বিক্রি করায় মেসার্স আল শিফা ফার্মেসিকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।












