অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন,. তোফা ফুডকে লাখ টাকা জরিমানা

| বুধবার , ৬ আগস্ট, ২০২৫ at ৬:১১ অপরাহ্ণ

চট্টগ্রাম শহরের বাটালি রোড এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের অভিযোগে ‘তোফা ফুড প্রোডাক্টস’ নামের একটি বেকারিকে এক লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়।

বুধবার (৬ আগস্ট) সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেখা যায়, বেকারিটিতে তেলাপোকার অবাধ বিচরণ, খাদ্য প্রস্তুত স্থানে ইঁদুরের বাসা, মেয়াদোত্তীর্ণ ও কেমিক্যাল রং ব্যবহার, পাশাপাশি অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করা হচ্ছিল। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে এক লাখ টাকা জরিমানা করা হয় এবং নির্ধারিত সময়ের মধ্যে সব অসঙ্গতি দূর করতে নির্দেশ দেওয়া হয়।

অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মোঃ ফয়েজ উল্যাহ।

অভিযান শেষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক মোঃ ফয়েজ উল্যাহ বলেন, “ভোক্তাদের নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিত করতে নিয়মিত তদারকি কার্যক্রম চালানো হচ্ছে। এ ধরনের অস্বাস্থ্যকর ও বিপজ্জনক খাদ্য উৎপাদন প্রক্রিয়ার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনোভাবেই ভোক্তাদের স্বাস্থ্য নিয়ে খেলা করতে দেওয়া হবে না। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

পূর্ববর্তী নিবন্ধহাসনাত-সারজিসসহ এনসিপির ৫ নেতাকে কারণ দর্শানোর নোটিশ
পরবর্তী নিবন্ধসাতকানিয়া উপজেলা ও পৌরসভা বিএনপির বিজয় শোভাযাত্রা ও সমাবেশ