অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ফুটপাত দখল

পাঁচ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তিকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১৬ সেপ্টেম্বর, ২০২১ at ৬:১৬ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও ফুটপাত দখল করে ব্যবসা করায় নগরে পাঁচ প্রতিষ্ঠান ও দুই ব্যক্তিকে এক লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। গতকাল নগরের কোতোয়ালী থানার তিনপুলের মাথা ও লালখান বাজার চট্টেশ্বরী রোডে পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর জানান, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে মিষ্টান্ন দ্রব্য উৎপাদন ও বিক্রি করায় তিনপুলের মাথায় জব্বার সুইটস এবং মক্কা সুইটসের মালিককে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়। একই জায়গায় ফুটপাত দখল করে ব্যবসা করার দায়ে তিন দোকান মালিককে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। একই দিন অপর অভিযানে লালখান বাজারস্থ চট্টেশ্বরী রোডে ফুটপাতের উপর অবৈধভাবে নির্মাণ সামগ্রীর রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে দুই ব্যক্তিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচার দাবিতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন
পরবর্তী নিবন্ধজাহানারা মমতাজ বালিকা স্কুলে ক্রীড়া উপকরণ বিতরণ