অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন

বেকারি মালিককে জরিমানা

আজাদী প্রতিবেদন | সোমবার , ৬ সেপ্টেম্বর, ২০২১ at ১১:৩৯ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করায় নগরের চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এক বেকারি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী ও স্পেশাল ম্যাজিস্ট্রেট জাহানারা ফেরদৌস। একই অভিযানে বহদ্দারহাট কাঁচাবাজারে ক্রেতা সাধারণের চলাচলের পথ দখল করে ব্যবসা পরিচালনা করা ভাসমান দোকানপাট উচ্ছেদ করে চলাচলের পথ উন্মুক্ত করে দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালতের বেঞ্চ সহকারী মো. জাফর বিষয়টি আজাদীকে নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধকর্পোরেট সুশাসনের অভাবই আর্থিক সংকট ও কেলেঙ্কারির মূল কারণ
পরবর্তী নিবন্ধমোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের মতবিনিময় সভা