অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি

নগরে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

আজাদী প্রতিবেদন | বুধবার , ১৪ জানুয়ারি, ২০২৬ at ৬:৫৭ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রিসহ বিভিন্ন অপরাধে নগরে চারটি প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত। ২ নম্বর গেটের ফিনলে স্কয়ারের ফুড জোনে থাকা এই চার প্রতিষ্ঠানে গতকাল মঙ্গলবার পরিচালিত অভিযানে নেতৃত্ব দেন চসিকের নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।

চসিকের জনসংযোগ কর্মকর্তা আজিজ আহমেদ আজাদীকে জানান, দণ্ডিত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ক্লাউড নাইন ক্যাফেকে ২০ হাজার টাকা, সিলিসকে ১৫ হাজার টাকা এবং গুডস ইট ও চিল আউটকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রস্তুত ও বিক্রি করা, খাবারে বিভিন্ন ধরনের রাসায়নিকের ব্যবহার, বাসি খাবার সংরক্ষণ, পোড়া তেল বারবার ব্যবহার ও ট্রেড লাইসেন্স প্রদর্শনে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রাম বন্দরে ৯ জুলাই যোদ্ধাকে চুক্তিভিত্তিক নিয়োগ
পরবর্তী নিবন্ধহাসিনা টিউলিপ ও রূপন্তীর মামলার রায় ২ ফেব্রুয়ারি