চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবারও মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে।
চসিক নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলী নগরীর আতুরার ডিপোস্থ বার আউলিয়া হোটেলে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রির অপরাধে হোটেল মালিককে ১৫ হাজার ও শাহ আমানত সেতু সংযোগ সড়কে শাহ আমানত ওয়ার্কশপের মালামাল অবৈধভাবে রাস্তার উপর রেখে জনসাধারনের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রো পলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।