অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত ও অননুমোদিত ওষুধ রাখায় জরিমানা

বায়েজিদ ও চকবাজার এলাকা

আজাদী প্রতিবেদন | বৃহস্পতিবার , ১১ ফেব্রুয়ারি, ২০২১ at ১০:৫৬ পূর্বাহ্ণ

অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত এবং অননুমোদিত ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করার দায়ে নগরীর বায়েজিদ ও চকবাজার এলাকায় পরিচালিত অভিযানে চার প্রতিষ্ঠানকে মোট ৯২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চট্টগ্রাম। গতকাল সকাল থেকে দুপুর পর্যন্ত চলা অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ্‌, সহকারী পরিচালক ( মেট্রো) পাপীয়া সুলতানা লীজা। পাপীয়া সুলতানা লীজা জানান, বায়েজিদ থানার শেরশাহ বাজারের জহুর ফার্মেসিকে অননুমোদিত ওষুধ ও ফিজিশিয়ান স্যাম্পল সংরক্ষণ করায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। ধ্বংস করা হয় অননুমোদিত ওষুধ। চকবাজারের চক মালঞ্চ হোটেলকে নোংরা পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করায় ৫০ হাজার টাকা, একই থানার লালচাঁদ রোডের হাজী ফয়েজ বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রক্রিয়াজাত করায় ২০ হাজার টাকা এবং রাতুল কিচেনকে একই অপরাধে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

পূর্ববর্তী নিবন্ধঢাকাস্থ চট্টগ্রাম ব্যবসায়ী কল্যাণ সমিতির সভা
পরবর্তী নিবন্ধসিরাজুল হক মিয়া দুঃসময়ে নেতাকর্মীদের সাথে ছিলেন